শিক্ষা উপমন্ত্রীর স্বাক্ষর জালসহ বিভিন্ন ব্যক্তিকে চাকুরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে শাহেদ পারভেজ প্রকাশ জুয়েল (৩৫) নামে এক যুবককে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক জুয়েলের বাড়ি নড়াইলে। তার স্ত্রী জোহরা বেগম সদ্যসমাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। আটক জুয়েল স্ত্রীর সাথে মেয়র গলির বাসায় বসবাস করেন। তবে আটক হওয়া জুয়েলের পরিবারের দাবি, নির্বাচনী বিরোধের অংশ হিসেবে জুয়েলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এ ব্যাপারে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূইয়ার অফিসিয়াল মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে থানার ডিউটি অফিসার এএসআই রুহুল আমিন জানান, ‘বিভিন্ন লোককে চাকুরি দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগে জুয়েল নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’











