পোর্ট সিটি ইউনিভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা গত ২২ মে সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে রূপান্তরে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় কাজ করছে। এজন্য শিক্ষকদের মানোন্নয়নে আমরা এ প্রশিক্ষণের আয়োজন করে থাকি। তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি বিতর্ক, খেলাধূলা ও অন্যান্য সহশিক্ষার উপর শিক্ষকদেরকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। প্রশিক্ষণার্থী শিক্ষকদের হাতে সার্টিফিকেট হস্তান্তরের মধ্য দিয়ে ১০ দিনের এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রশিক্ষণ জুড়ে আধুনিক শিক্ষাপদ্ধতি, পরীক্ষা ও মূল্যায়নপদ্ধতি, গবেষণা ইত্যাদির উপর অভিজ্ঞতা অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট (সিটিডি) আয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় গত ১০ মে। এ কর্মশালার সমন্বয়ক ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, রেজিষ্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান সহ কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












