পাহাড় কাটায় বাধা, বন কর্মকর্তার ওপর হামলা আটক ৫, গাড়ি জব্দ

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

রাতের অন্ধকারে সরকারি পাহাড় কেটে মাটি পাচার বিরোধী অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা। পরে ইউএনও, পুলিশ ও ইউপি চেয়ারম্যান সন্ত্রাসীদের কবল থেকে তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করান। এ সময় ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা নামক এলাকায় একদল সন্ত্রাসী বন বিভাগের পাহাড় কেটে মাটি পাচার করছে, এমন খবর পায় বন বিভাগ। গত বুধবার দিবাগত রাত ২ টার দিকে গোপনে সহকর্মীদের নিয়ে অভিযানে যান উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা গাজী মো. শফিউল আলম। এ সময় তিনি মাটি পাচারে ব্যবহৃত ট্রাক ও অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করেন। এতে ক্ষুব্দ হয়ে সন্ত্রাসীরা এ হামলা চালায়। এ সময় তারা ধারালো দা, কিরিচ দিয়ে বন কর্মকর্তার শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়। অন্যরা আহত কর্মকর্তাকে উদ্ধার করতে গেলে তাদের উপরও হামলা চালায়।
খবর পেয়ে স্থানীয় হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস ঘটনাস্থলে গিয়ে বন কর্মীদের উদ্ধার করেন। পরবর্তীতে খবর পেয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান সজীব, সহকারী কমিশনারসহ পুলিশ ফোর্স গিয়ে সন্ত্রাসীদের কবল থেকে তাদের উদ্ধার করেন।
ঘটনাস্থল থেকে হামলায় জড়িত উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার মৃত জাগির হোসনের ছেলে জসিম ও আফাজ উদ্দিন, কামাল হোসনের ছেলে ছাবের, আবুল কাশেমের ছেলে গিয়াস উদ্দিন ও জাফর আলমের ছেলে জুনায়েদকে গ্রেপ্তার করা হয়েছে। উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আহত গাজী শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে হামলাকারীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধসমাজ ও শিক্ষার উন্নয়নে যারা কাজ করে তারাই প্রকৃত মানুষ
পরবর্তী নিবন্ধমুক্তিকামী মানুষের মিলন কেন্দ্র ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি