পাওয়াতে নয় দেয়াতে আনন্দ খুঁজুন

আজিজা রূপা | বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

আপনার মনটা তখনই খারাপ হবে। যখন আপনি ভাববেন আপনার জন্য কে কী করলো। আপনার জীবনটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন আপনি ভাবতে এবং করতে শুরু করবেন অন্যকে কী কী দিচ্ছেন এবং দিয়েছেন। অন্যের প্রতি আপনার দায়িত্বটা কী? এবং সে দায়িত্ব আপনি ঠিকভাবে পালন করেছেন এবং করছেন কি? প্রত্যেকে যদি নিজের দিক থেকে শেষের কথাটা এবং কাজটা ঠিক মত পালন করে বা করতো তাহলে আমার বিশ্বাস পৃথিবীতে একজন মানুষকেও না পাওয়ার কষ্টে মন খারাপ করতে হত না। আমরা শুধু নিজে কী পেলাম সেটা ভাবি। নিজে কী দিলাম সেটা ভাবি না।

পূর্ববর্তী নিবন্ধঋতুরাজের আগমন
পরবর্তী নিবন্ধভাষার জন্য রক্তপাত