জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়া পৌরসভায় একের পর এক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে পৌরসভা নান্দনিক শহরে পরিণত হচ্ছে। তিনি শুক্রবার বিকেলে প্রায় ১৩ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের পটিয়া পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (পিপিআইডিপি) এর আওতায় তিনটি প্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন। প্রকল্প গুলো হচ্ছে মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ সড়ক, নাছির মোহাম্মদ সড়ক ও জনাবআলী ফকির সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ এবং সড়কবাতি স্থাপন।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান পটিয়া পৌরসভা মেয়র মো: আইয়ুব বাবুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, শফিউল আলম, নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন আজাদ, সরোয়ার কামাল রাজীব, শেখ সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, কামাল উদ্দিন বেলাল, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান, ঠিকাদার কবির আহমদ চৌধুরী, প্রমুখ।











