নুর আহম্মদের জীবনকর্ম অনুসরণীয় হয়ে থাকবে

আলোচনা সভায় প্রশাসক সুজন

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৯:৩১ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রাম শহরে যা কিছু গৌরবের এবং জনকল্যাণকর তার ভিত্তিস্থাপক হলেন নূর আহম্মদ চেয়ারম্যান। নূর আহম্মদের জীবন ও কর্ম বর্তমান ও আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। তিনি গতকাল বৃহস্পতিবার আন্দরকিল্লাস্থ চসিক পুরাতন ভবনে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চট্টগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান অবৈতনিক প্রাথমিক শিক্ষার প্রবক্তা নূর আহম্মদ চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, সালাউদ্দিন মাহমুদ, আবদুস সালাম মাসুম, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, আবু তালেব বেলাল, প্রধান শিক্ষক আলী আকবর, আলী আজম প্রমুখ। এর আগে সকালে নূর আহম্মদ চেয়ারম্যানের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলকরণস্থ মরহুমের কবরে পুস্পমাল্য অর্পণ করেন প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, নগর আ.লীগ নেতা মসিউর রহমান, আবদুর রহমান, মাহবুল হক সুমন, সওকত হোসেন, আবদুস সালাম মাসুম, মোহাম্মদ সালাউদ্দিন, মো. নাছির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরিদ্র জনগোষ্ঠীর বাসস্থান নিশ্চিতে জন্য কাজ করছে সরকার
পরবর্তী নিবন্ধজনগণের অধিকার আদায়ে রাজপথে রয়েছে বিএনপি