নিষ্ঠা ফাউন্ডেশনের আলোচনা সভা

| রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশনের জামাল খানস্থ কার্যালয়ে গত ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সংস্থার ভাইস চেয়ারম্যান এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সংস্থার জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মদ নুর হোসাইন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাঁর সারা জীবন সংগ্রামের লক্ষ্য ছিল বাঙালির মুক্তি।

এ উপলক্ষে নিষ্ঠার পিআরও আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে জামাল খান এলাকায় শিশুরদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন, রশিদ আহমদ, আজমান আলি, আসিফ, রিয়াজ, মেহরাব, হায়দার, হামিদ, রুনা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযানজট নিরসনে সিএমপি ট্রাফিক-দক্ষিণের মতবিনিময়
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের নীতি নৈতিকতার জ্ঞান অর্জন করতে হবে