নিরপরাধ আলেম ওলামাদের ওপর ‘জুলুম’ হচ্ছে : বাবুনগরী

| শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৫:০০ পূর্বাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও তাদের গ্রেপ্তারের ঘটনাকে ‘নিরপরাধ আলেম-ওলামাদের ওপর নিপীড়ন’ বলে মন্তব্য করেছেন সংগঠনটির আমির জুনাইদ বাবুনগরী। হেফাজতের প্রয়াত আমির আহমদ শফীর মৃত্যুর ঘটনায় সমপ্রতি অভিযোগপত্রভুক্ত বর্তমান আমির গতকাল শুক্রবার চট্টগ্রামে জুমার খুতবায় এ অভিযোগ করেন বলে হেফাজতের এক বিবৃতিতে জানানো হয়। খবর বিডিনিউজের।
তিনি বলেন, এই রোজা-রমজানের দিনে নিরপরাধ আলেম-ওলামাদের ওপর অন্যায়ভাবে জুলুম আল্লাহ বরদাশত করবেন না। সারা দিন রোজা রেখে ইফতার করবে তার সুযোগ দিচ্ছেন না। তারাবির নামাজ থেকে তুলে নিয়ে যাচ্ছে, সারা রাত বাহিরে বাহিরে লুকিয়ে থেকে সেহরি খেতে আসে, ওখান থেকেও নিয়ে তুলে নিয়ে যাচ্ছে। রাতে ঘরে ঘরে তল্লাশির নামে মহিলাদের কষ্ট দিচ্ছে। নিরপরাধ সাধারণ জনগণকে ও হয়রানি করা হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলাম। ২৬ মার্চ হাটহাজারী থানায় আক্রমণ করে ভাঙচুর চালায় সংগঠনটির নেতাকর্মীরা। সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা সদর ভূমি অফিসে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়। এছাড়া নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াতে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত। বাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এর মধ্যে হেফাজতের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে তাণ্ডবের এই ঘটনায় এবং আগের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাবুনগরী বলেন, সরকার, প্রশাসন, জনগণ সবাইকে নসিহত করছি। আল্লাহকে ভয় করুন। তার আজাবকে ভয় করুন। এই জুলুমের শেষ একদিন হবে, পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি। ১১ এপ্রিল হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের জরুরি সভা শেষে গ্রেপ্তার হন হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। এরপর গত কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে হেফাজতের কেন্দ্রীয় কয়েকজন নেতা এবং সহিংসতায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হন।
গতকাল হাটহাজারী মাদ্রাসার মসজিদে বাবুনগরী বলেন, চলমান সংকট নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
যেখানে যা করা দরকার ওলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে তাই করা হচ্ছে। আপনারা ধৈর্যহারা হবেন না। সবর করুন।
১২ এপ্রিল হেফাজতের প্রয়াত আমীর শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় বাবুনগরীসহ ৪৩ জনকে দায়ী করে আদালতে প্রতিবেদন দেয় পিবিআই। পরদিন বিবৃতিতে দিয়ে ওই প্রতিবেদনকে ‘ডাহা মিথ্যা’ বলে আখ্যায়িত করেন বাবুনগরী।

পূর্ববর্তী নিবন্ধশুদ্ধাচার কৌশল বাস্তবায়নে হাটহাজারীতে ডিজিটাল ডিসপ্লে স্থাপন
পরবর্তী নিবন্ধনগরীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা