চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে এসএমই ফাউন্ডেশন ও এডিবির সহযোগিতায় নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের প্রথম ইনকিউবেশন সেন্টার এর ইনকিউবিটিদের নিয়ে ৬ দিনব্যাপী বুট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। CWCCI এর সেমিনার হলে বিজনেস ইনকিউবেশন সেন্টারের চেয়ারম্যান লুৎমিলা ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বুট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস– প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। প্রধান অতিথি বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য চিটাগাং উইম্যান চেম্বার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। ইনকিউবেশন সেন্টারটি আমাদের চলমান কর্মকান্ডের একটি অংশ। সকলের সহযোগিতা পেলে আমরা আমাদের কর্মকান্ডকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। সভাপতির বক্তব্যে লুৎমিলা ফরিদ বলেন আমরা বুট ক্যাম্পের মাধ্যমে বেশ কিছু সৃজনশীল ব্যবসার ধারনা পেয়েছি। তাদের এই ধারনাগুলো সফল উদ্যোগ হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে আমরা আগামী ৬ (ছয়) মাস কাজ করে যাব। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ফার্ষ্ট ভাইস– প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম। ৬ দিনব্যাপী বুট ক্যাম্পের প্রশিক্ষক ছিলেন জোহা জামিলুর রহমান। উপস্থিত ছিলেন ভাইস– প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, পরিচালক রেবেকা নাসরিন, কাজী তুহিনা আক্তার, নূজহাত নূয়েরী কৃষ্টি, সাবিনা কাইয়ুম, জেসমিন আক্তার ও আইভি হাসান, শামিলা রিমা, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, সারা তানভী, রুমান ইশতিয়াক রাফিন। বুট ক্যাম্পে ২৯ জন নতুন নারী উদ্যোক্তা হতে আগ্রহীরা অংশগ্রহন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












