পার্বত্য ৩ জেলা, চট্টগ্রাম ও কঙবাজারের বনাঞ্চলে হাতিসহ বন্যপ্রাণী গুলো মোটেও নিরাপদ নয়। এসব প্রাণীর আবাসস্থল সংকটের মুখে। মহাবিপন্নের তালিকায়। তাদের করিডোর নষ্ট করা হচ্ছে। নানা রকম ফাঁদ বসিয়ে হত্যা করা হচ্ছে। মানুষ নিজেদের প্রয়োজনে হাতিসহ বন্যপ্রাণীর খাদ্য-আবাসস্থল নষ্ট করছে নিজেদের মতো করে। গতকাল নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আবাসস্থল টেকসই সংরক্ষণ ও হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে আমাদের করণীয় বিষয়ক কর্মশালায় বক্তারা এ সব কথা বলেন। চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে দৌছড়ি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে সকাল ১০টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ড. এ এইচ এম রায়হান সিকদার ও চট্টগ্রাম বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও ইয়াছিন নেওয়াজ। এতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুল্লাহ। কর্মশালায় অংশ নেয় পাহাড়ের দেড়শত লোক। কর্মশালা শেষে হাতি সংরক্ষণ ও নিরাপদে হাতি বনে তাড়ানোর জন্যে দৌছড়ি ইউনিয়নে ১০ সদস্য বিশিষ্ট এলিপ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) নামের একটি দল গঠন করা হয়। পাশাপাশি তাদেরকে হাতি না মেরে বনে তাড়ানোর জন্যে প্রশিক্ষণ দেয়া হয়।