নদীর জলে উল্টো ছায়া

আবু তাহের মুহাম্মদ | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৪০ পূর্বাহ্ণ

.

ঘিরে মহাকাল খোঁপা ছড়ালো ঘ্রাণ

গ্রীবায় জড়ানো সর্বনাশা ভগ্নাংশে লোবান।

.

কপালের টিপ কাঁপছে মৃদু মৃদু

কেউ তো ছিল না মেঘের কাছে আমি শুধু।

.

বান্ধবীদের কোলাহলে তুমিও ছিলে উদাস

গ্রহ নক্ষত্রের ভিড়ে আমার ছাতাছেড়া আকাশ।

.

কলেজ ব্যাগে মজে যাওয়া দুচারটে বকুল

তুমি কেবল বিভোর থাকো আমার হচ্ছে কোথায় ভুল।

.

নদীর জলে উল্টো ছায়া পথ হারানোর শোক

কয়টা চুমুর নিশানা ভেদ জানবে জানুক লোক।

পূর্ববর্তী নিবন্ধবিশাখা সমাচার
পরবর্তী নিবন্ধদোঁহা