নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়া হচ্ছে না

মহানগর বিএনপির প্রস্তুতি সভায় শাহাদাত

| সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ জাতি যখন দিক নির্দেশনাহীন ঠিক তখনই দিশেহারা জাতিকে মুক্তি দিতে জিয়াউর রহমান বীর উত্তমের আবির্ভাব ঘটেছিল। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। কিন্তু আজকে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়া হচ্ছে না। ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গোটা জাতিকে বিকৃত ইতিহাস দিচ্ছেন। গতকাল রোববার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ.এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, শামসুল আলম, হারুন জামান, মো. আলী, মাহাবুবুল আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, শেখ নুর উল্লাহ বাহার, শামছুল আলম, মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী বাবুল হক, মোশারফ হোসেন ডেপটি, মো. সালাউদ্দিন, ডা. নুরুল আফসার, সরফরাজ কাদের রাসেল, মো. আজম উদ্দিন, মো. সেকান্দর, আবদুল্লাহ আল হারুন, জাকির হোসেন, সাহাব উদ্দিন, জসিম উদ্দিন জিয়া, নূর হোসেন, শরিফ উদ্দিন খান, হাবিবুর রহমান, আবদুল কাদের জসিম, মো. জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন বুলু, জেলী চৌধুরী, মনিরুজ্জামান মুরাদ, সাইফুল আলম, শরিফুল ইসলাম তুহিন, এস এম মফিজ উল্লাহ, নবাব খান, কাজী শামছুল আলম, মো. ইলিয়াছ, মোশারফ জামান, মো. ইলিয়াছ, ইলিয়াছ চৌধুরী, আশরাফ উদ্দিন, জানে আলম জিকু, খাজা আলাউদ্দিন, মো. সাইফুল আলম, মো. আসলাম, খন্দকার নুরুল ইসলাম, আলি আব্বাস খান, মো. বেলাল, শরিফুল ইসলাম, মো. আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নত রাষ্ট্র তৈরিতে সকলকে এক হয়ে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধইন্দ্রপুল সেতু গার্ডার পরিদর্শনে জাইকা প্রতিনিধিদল