নগরীতে বর্ণাঢ্য আয়োজন

রথযাত্রা আজ

আজাদী ডেস্ক | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ। আগামী ৮ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও মহাসমারোহে রথযাত্রার আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্‌যাপন কমিটি : কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্‌যাপন কমিটির আয়োজনে নন্দনকানন রথের পুকুর পাড়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে মদনমোহন নরসিংহ গোপাল জীওর মন্দির থেকে শ্রীজগন্নাথ-সুভদ্রা ও বলভদ্র দেবের রথারোহণ পরবর্তী রথযাত্রা উদ্বোধন করবেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্তের সভাপতিত্বে আশীর্বাদক থাকবেন পাহাড়তলী কৈবল্যধামের মোহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য, বিশেষ অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন ও পুলক খাস্তগীর, মো. সাহাবউদ্দিন, অনুপ বিশ্বাস প্রমুখ। রথ পরিক্রমায় নগরের বিভিন্ন মঠ-মন্দিরের রথসমূহ যোগ দেবে।

ইসকন : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রাম বিভাগীয় আয়োজিত জগন্নাথদেবের ২৫তম (রজতজয়ন্তী) কেন্দ্রীয় রথযাত্রা মহোৎসব নগরীর ডিসি হিলে অনুষ্ঠিত হবে। রথযাত্রা মহোৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালায় মঙ্গলারতি, গুরুপূজা, শ্রীম্‌দ্ভাগবত পাঠ, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, বিশ্ব শান্তি কামনায় হোম যজ্ঞ, রাজভোগ নিবেদন, কীর্তনমেলা, ধর্ম মহাসম্মেলন, মহাশোভাযাত্রা। নন্দনকানন রাধামাধব মন্দিরের সন্মুখ ডিসি হিল প্রাঙ্গন হতে বিভাগীয় কেন্দ্রীয় ইসকনের ২৫তম রথযাত্রার মহাশোভাযাত্রা বিকাল ৩টায় শুরু হবে। ৭ দিনব্যাপী জে এম সেন হলে ভাগবদ সপ্তাহ পালন হবে। প্রতি বছরের ন্যায় এবছরও ৮ জুলাই পর্যন্ত ৮ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার সূচনা করার জন্য মায়াপুর হতে আসা অমিয় বিলাস স্বামী মহারাজ, সিনিয়র সহ সভাপতি গদাধর গোস্বামী মহারাজ, ৭দিন ব্যাপী ভাগবতম সপ্তাহ প্রদান করবেন। স্বামী মহারাজ চট্টগ্রামে আগমন করেন। মহাশোভাযাত্রা নন্দনকানস্থ রাধামাধব মন্দির সম্মুখে ডিসি হিল প্রাঙ্গন থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়-আন্দরকিল্লা-লালদিঘীর পাড়-কোতোয়ালী-নিউ মার্কেট- বোস ব্রাদার্স মোড়-নন্দনকানন গৌর নিতাই আশ্রম এসে শেষ হবে। ৮জুলাই উল্টো রথযাত্রা নন্দনকানন গৌর নিতাই আশ্রম হতে শুরু করে উল্টো পথে নন্দনকানন রাধামাধব মন্দিরে এসে শেষ হবে।

রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দির : পাথরঘাটাস্থ রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরের সম্মেলন কক্ষে জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রা নিয়ে ৯ দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শ্যামনন্দ দাস (শ্যামল সাধু) মোহন্ত মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠানসূরি মধ্যে রয়েছে -আজ বিকাল ৩টায় জগন্নাথ দেবের রথযাত্রায় মহাশোভাযাত্রা এবং শোভাযাত্রা শেষে মাসীর বাড়িতে গমন। আগামীকাল হতে ৮ই জুলাই পর্যন্ত প্রতিদিন ভোরে মঙ্গল আরতি, ভোগ নিবেদন, প্রসাদ বিতরণ এবং বিকাল ৪টায় ভাগবতে জগন্নাথের অমৃতসুধা আস্বাদনসহ শাস্ত্রীয় কর্মযজ্ঞ বিধি অনুসারে পালন করা হবে। মন্দিরের পৌরহিত্যে মোহন্ত মহারাজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন যশোদা নন্দ, রাধা দাসী, রঘুনাথ, নিবেদন দাস, সীতানাথ দাস রাধেশ্যাম, রুহি দাস, সুমন বিশ্বাস, ডা. রতন ভৌমিক, অ্যাড. শ্যামল বাবু, অ্যাড. সুদীপ্ত বিশ্বাস। সভার কার্যক্রম পরিচালনা করেন দেবব্রত নাথ জুয়েল।

গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদ: নগরীর ও আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আজ দুপুর ২টায় গোলপাহাড় শ্মশান কালী মন্দির প্রাঙ্গন হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় ভক্তদের ফেস্টুন ও ব্যানার নিয়ে অংশ নেবে। শোভাযাত্রার উদ্বোধন করবেন গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি মাইকেল দে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দীঘি রক্ষায় মানববন্ধন
পরবর্তী নিবন্ধটেকনাফে ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার ৬