দেশের উন্নয়ন-সমৃদ্ধিতে চবির প্রাক্তন শিক্ষার্থীরা অসামান্য ভূমিকা রাখছে

২৫তম ব্যাচের অনুষ্ঠানে ড. ইফতেখার

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

নানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৫তম ব্যাচের পুনর্মিলনী উৎসব গত ২৬ মে নগরীর রেডিসন ব্লুতে সম্পন্ন হয়েছে। সংগঠন সভাপতি নুর হোসাইন নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিএজি (মহাহিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক) মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী, চবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, চাকসু ভিপি নাজিম উদ্দীন এবং চবি এলামনাই এসোশিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম হারুন ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাজাহান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন সাইমুম সারোয়ার কমল এমপি, প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ বাহাদুর, অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, এ এফ এম আলাউদ্দিন খান, রাজনীতিক মো. আলমগীর হোসেন, আসিফ চৌধুরী, আমজাদ হোসেন, হাসনাত বারী, আমির হোসেন মানু, আলী আজমল সুমন, আব্দুল আওয়াল, তানভীর সোহেল, মাসুদুল হক, মো. নুরুল আলম, শফিক আহমদ, আব্দুল জলিল প্রমুখ। পারভিন আকতার ও নিজাম শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশরাফুল হক স্বপন। শোক প্রস্তাব উপস্থাপন করেন অধ্যাপক আমির হোসাইন মানু। ধন্যবাদ বক্তব্য দেন মাসুদ রুবেল ও আমজাদ হোসেন।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল রেজিস্টার্ড সদস্যদের অভ্যর্থনা ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ, ব্যাচের অফিসের ভিজুয়াল প্রদর্শন ও কেক কেটে উদ্বোধন, ব্যাচবন্ধুদের আড্ডা, স্মৃতিচারণ ও ব্যান্ডদল ডিফারেন্ট টাচের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা পর্বে প্রধান অতিথি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, দেশের উন্নয়নসমৃদ্ধিতে ২৫তম ব্যাচের শিক্ষার্থীরাসহ চবির প্রাক্তন শিক্ষার্থীরা গুরুত্বর্পূ ভূমিকা রেখে যাচ্ছেন। শিক্ষা, চিকিৎসা, পরিবেশ সুরক্ষা সহ নানাক্ষেত্রে তারা ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অন্যদের জন্য প্রেরণার ও অনুকরণীয়। বিশেষ অতিথি সিএজি মুসলিম চৌধুরী বলেন, দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে চবি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা যে কর্মযজ্ঞ করে যাচ্ছে তা দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন সমৃদ্ধ দেশ গড়তে সাহায্য করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটার‌্যাক্ট ক্লাব চিটাগং মেরিন সিটির বই বিনিময় উৎসব
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী