তোমার ছায়ায় তোমার মায়ায়

অমিত বড়ুয়া | বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ১০:২৫ পূর্বাহ্ণ

বাংলা তোমার কোলে শুয়ে
বড়ো হওয়ার স্বপ্ন দেখি
সারাদিনের ভাবনা নিয়ে
রাতে নানান কাব্য লেখি।

ভোরের স্নিগ্ধ সুবাতাসে
শুনি পাখির মাতামাতি
কুড়িয়ে নিয়ে শিউলি বকুল
মনের মতো মালা গাঁথি।

দুপুরবেলা পুকুর জলে
করি কতই ঝাপুর ঝুপুর
জলেও তোমার ছায়া দেখি
তুমি আমার মনের মুকুর।

তোমার ছায়ায় তোমার মায়ায়
একটু একটু বেড়ে ওঠা
ফুলের মতো ফুটে উঠে
আলোর মতোই দূরে ছোটা।

এইতো সেদিন নেমেছিল
গভীর আঁধার তোমার বুকে
তখন তোমার সন্তানেরা
কেঁদেছিল তোমার দুখে।

জীবন মরণ লড়াই শেষে
তোমায় তারা মুক্ত করে
সুখের প্রদীপ জ্বলেছিল
তখন দেশের ঘরে ঘরে।

তোমায় পেয়ে গর্ব আমার
তুমি আমার প্রাণের প্রিয়
সুখে দুখে তুমি আমায়
ভালবেসে বুকে নিও।

পূর্ববর্তী নিবন্ধধূর্ত বাঘের ছানা
পরবর্তী নিবন্ধহেমন্ত