ডলি রাণী বড়ুয়া

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৭:১৩ পূর্বাহ্ণ

রামু সরকারি কলেজের গণিত বিভাগের অধ্যাপক সুপ্রতিম বড়ুয়ার মা, উপাসিকা ডলি রাণী বড়ুয়া গতকাল শুক্রবার সকাল ৯.২০ টায় বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বিটিসিএলের প্রাক্তন পরিচালক রাউজানের আবুরখীল দক্ষিণ ঢাকাখালী গ্রামের সন্তান প্রয়াত সমরেন্দ্র নাথ বড়ুয়ার সহধর্মিণী। তিনি পুত্র, পুত্রবধু, নাতিনাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। নব পণ্ডিত বিহার মিলনায়তনে প্রয়াতার পারলৌকিক মঙ্গলার্থে শোকসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মরদেহ চান্দগাঁও মহাশ্মশানে দাহ করা হয়। অধ্যাপক সুপ্রতিম বড়ুয়ার মায়ের মৃত্যুতে চট্টগ্রাম একাডেমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশন পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুস সাত্তার সওদাগর
পরবর্তী নিবন্ধইমাম হাশেমী (রহ.) কনফারেন্স আজ