টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে তরুণরাই চালিকা শক্তি

এসডিজি ফেস্টিভ্যাল অফ একশনের সমাপনীতে ফারুক-ই-আজম

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

এসডিজি ফেস্টিভ্যাল অফ একশনের সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়। এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে ও ইপসাসহ প্রায় ৫০টি সামাজিক ও যুব সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক। তিনি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে তরুণরাই পরিবর্তনের অগ্রদূত। তরুণদের সম্মিলিত উদ্যম, প্রচেষ্টা, সৃজনশীলতা ও উদ্ভাবনী ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই সমাজ, শহর ও রাষ্ট্র কাঠামোর অগ্রযাত্রাকে বেগবান করতে হবে।

এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, শিল্পোদ্যোক্তা সৈয়দ নাসির ও বাংলাদেশ শিপিং এজেন্টস্‌ এসোসিয়েশনের পরিচালক আলী আকবর।

এসডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা নিয়ে অনুষ্ঠিত হয় পলিসি ডায়ালগ। টেকসই নগর বিষয়ক পলিসি ডায়লগে অংশ নেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, পরিবেশবিদ জাফর আলম, . মুহাম্মদ কামাল উদ্দিন ও এনআইটি চেয়ারম্যান আহসান হাবীব। ক্লাইমেট একশন এবং নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন বিষয়ক পলিসি ডায়লগে অংশ নেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, চট্টগ্রাম সার্কেলের বন সংরক্ষক ড. মোল্ল্যা রেজাউল করিম, ওব্যাট হেল্পার্সের কান্ট্রি ম্যানেজার সোহেল আকতার খান ও মাহফুজুর রহমান। জেন্ডার সমতায় ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট নাসরিন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরী, নারী উদ্যোক্তা ফারহানা হক ও মো. তাহসিনুল ইসলাম। সমপ্রীতি ও শান্তি বিষয়ক আলোচনায় অংশ নেন প্রফেসর এ ওয়াই এম ডি জাফর, ইপসার উপপরিচালক মো. শহিদুল ইসলাম, প্রাবন্ধিক সৈয়দ মোহাম্মদ জুলকরনাইন, উদ্যোক্তা এম এ সবুর, মানুষের জন্য ফাউন্ডেশনের ইয়ুথ লিড ওয়াসিউর রহমান তন্ময়, এমরোজ গোমেজ, মিনহাজুর রহমান শিহাব।

পূর্ববর্তী নিবন্ধনিয়মিত চর্চা ও অনুশীলনই চূড়ান্ত সাফল্য আসে
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে তোফাজ্জল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টাইগার স্পোর্টিং ক্লাব ফাইনালে