টেকনাফে সালমান শাহ গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ডাক্তাইজ্জা গ্রেপ্তার

প্রতিদ্বন্দ্বী দলের আরেক ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্পের কুখ্যাত ডাকাত সালমান শাহ গ্রুপের শীর্ষ নেতা ফয়াজুল ইসলাম প্রকাশ ডাক্তাইজ্জাকে (২৪) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে লেদা ক্যাম্প এলাকায় ১৬ এপিবিএনের সাইবার সেলের সহায়তায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের নূর আলমের ছেলে। এর আগে আলীখালী ক্যাম্প এলাকা থেকে এলজিসহ গ্রেপ্তার হয় আরেক সন্ত্রাসী ডাকাত নূর হাসান (২৪)। মূলত তার দেয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার হয় বিরোধীয় গ্রুপের শীর্ষনেতা ফয়াজুল ইসলাম ডাক্তাইজ্জা। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহঅধিনায়ক (পুলিশ সুপার) মো. জামাল পাশা জানান, অভিযানকালে ডাকাতদের পৃষ্ঠপোষক ও সহায়তাকারী নাসিমা বেগম (৪৩) ও নূর বেগম (৪৬) নামক দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

 

জানা যায়, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূরের নেতৃত্বে অভিযানে ছলে গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ডাকাত নূর হাসানকে (২৪) আলীখালী ক্যাম্প এলাকা থেকে এলজিসহ গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিরোধীয় গ্রুপের অন্যতম সদস্য ফয়াজুল ইসলাম প্রকাশ ডাক্তাইজ্জাকে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সহঅধিনায়ক (পুলিশ সুপার) মো. জামাল পাশা।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি চীনকে ছাড়িয়ে যেতে পারে : চীনা রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধতিন মাদক ব্যবসায়ী আটক, ৪ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার