টিকা পেয়ে উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থীরা

প্রথম দিন টিকা পেল আড়াই হাজার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

অবশেষে ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামে। গতকাল বৃহস্পতিবার থেকে নগরীর ৫টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম গ্রামার স্কুলের চট্টেশ্বরী রোডের ক্যাম্পাস ও সার্সন রোডের ক্যাম্পাস, ইস্পাহানি মোড়ের স্যার মরিস ব্রাউন ইন্টার ন্যাশনাল স্কুল, ওআর নিজাম রোডের ইউরোপিয়ান গ্রামার স্কুল ও পাঁচলাইশ এলাকার প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। এসব কেন্দ্রে সকাল ৯টা থেকে টিকাদান শুরু হয়। চলে বিকেল ৩টা পর্যন্ত। প্রথম দিন নগরীর ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩ হাজার ২৯ শিক্ষার্থীকে টিকা প্রয়োগের টার্গেট নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। যদিও এর মধ্যে ২ হাজার ৫৮০ জন শিক্ষার্থী গতকাল টিকার প্রথম ডোজ নিয়েছে। চট্টগ্রামের জেলা শিক্ষা অফিসার জিয়াউল হায়দার হেনরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রয়োগ করা হচ্ছে জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, শিক্ষা বিভাগের প্রদত্ত তালিকা ও সূচি অনুযায়ী আমাদের ভ্যাকসিনেটররা গিয়ে টিকা প্রয়োগ করছেন।
টিকা নিয়ে পরীক্ষার্থীদের অনুভূতি : সকাল ৯টার পর থেকেই চট্টেশ্বরী সড়কের সিজিএস কেন্দ্রের সামনে জড়ো হতে শুরু করে চট্টগ্রাম কলজিয়েট স্কুল ও গভ. মুসলিম হাই স্কুলের শিক্ষার্থীরা। এ দুটি স্কুলের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে গতকাল। জড়ো হতেই তাদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে দেয়া হচ্ছিল। সবার হাতে সুরক্ষা প্লাটফর্মের একটি করে খালি ভ্যাকসিন কার্ড। ১০টার দিকে এখানে টিকাদান শুরু হয়। অন্যান্য শিক্ষকদের নিয়ে চট্টগ্রাম গ্রামার স্কুলের (ন্যাশনাল কারিকুলাম) প্রধান শিক্ষক তোহশিন খান টিকাদান কার্যক্রম তদারকি করছিলেন।
টিকা নিতে লাইনে দাঁড়িয়েছিল কলজিয়েট স্কুলের ৭ম শ্রেণির তন্ময়। খুদে এই শিক্ষার্থী জানায়, অনেক দিন ধরে স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার কথা শুনছিলাম। তবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে বলা হয়েছিল। কিন্তু আমার জন্ম নিবন্ধন সনদ থাকলেও সেটি অনলাইনে করা ছিল না। যার কারণে আমি টিকা পাবো না ভাবছিলাম। এখন জন্ম নিবন্ধন সনদ ছাড়াই খুব সহজে টিকা নিতে পারছি। খুব ভালো লাগছে।
টিকা গ্রহণের পর মুসলিম হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জোবায়ের জানায়, টিকা নিতে প্রথমে একটু ভয় লাগছিল। কিন্তু খুব একটা ব্যথা লাগেনি। টিকা নিতে পেরে খুশি লাগছে।
এদিকে, আগামীকাল শনিবার ২ হাজার ৭০০ স্কুল শিক্ষার্থীকে টিকা প্রয়োগের টার্গেট নির্ধারণ করেছে মাউশি। ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে নগরীর সবকয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে বলে জানান জেলা শিক্ষা অফিসার জিয়াউল হায়দার হেনরী।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ভ্যাট সপ্তাহ শুরু আজ
পরবর্তী নিবন্ধঝুট ও গার্মেন্ট কাপড়ের গোডাউনে আগুন