জঙ্গল সলিমপুরে ২৯ জনকে আসামি করে মামলা

সাইনবোর্ড উপড়ানো-সড়ক কর্তন

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের আলীনগরে প্রশাসনের প্রবেশ ঠেকাতে সড়ক কেটে ফেলা ও প্রশাসনের স্থাপিত সাইনবোর্ড উপড়ে ফেলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সীতাকুণ্ড থানায় বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ। এতে সড়ক কেটে ফেলার ঘটনায় ২১ জন ও সাইন বোর্ড উপড়ে ফেলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ২ আগস্ট উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। এরপরই সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে ইয়াসিনের সহযোগীরা। এছাড়া প্রশাসন কর্তৃক স্থাপিত উন্নয়ন কর্মকাণ্ডের সাইনবোর্ড উপড়ে ফেলে তারা।
মামলা সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুরে সরকারের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে জেলা প্রশাসন কর্তৃক কয়েক দফায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। একই সময় কেন্দ্রীয় কারাগার, পাহাড় ব্যবস্থাপনা ও হার্ট ফাউন্ডেশনের সাইনবোর্ড স্থাপন করা হয়। অভিযান চালিয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার পর ইয়াসিন বাহিনীর লোকজন সাইনবোর্ড উপড়ে ফেলার পাশাপাশি আলীনগরে প্রবেশের সড়কের কয়েকটি স্থান গভীর করে কেটে ফেলে। এসব ঘটনায় আলাদা আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১৩ মামলা, ৩১ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসাজেকে কলাবোঝাই জীপ উল্টে দুজনের মৃত্যু