লোহাগাড়ায় প্রাথমিক শ্রেণির ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনতি সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ আমিন আহমদ খান জুনু মিয়া। কবি অধ্যাপক রুহুল কাদের ও মো. আরিফ রব্বানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজি আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, প্রফেসর ডা. এজেএম সাদেক, সাজ্জাদ খান, অলিউদ্দিন মোহাম্মদ, অ্যাডভোকেট মিনহাজুল আবরার, আরিফুর রহমান খান, বোরহান উল্লাহ খান প্রমুখ।












