হালিশহরে যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যাকান্ডের ঘটনায় দুই বছর আগে চার্জশিট জমা দেয়া হলেও আলোচিত এই মামলাটির চার্জ গঠনের শুনানি বারবার পেছানো হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, মামলার ডকেট না পাওয়ায় এতদিন চার্জ গঠনের শুনানি করা যায়নি। গত রোববার পঞ্চম অতিরিক্ত দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে মামলাটির চার্জ গঠনের আদেশের দিন ধার্য্য থাকলেও আগামী ১০ ডিসেম্বর শুনানি পেছানো হয়েছে। পরবর্তী ধার্য্য তারিখে মামলাটির শুনানি হবে বলে জানা গেছে।বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী গতকাল আজাদীকে বলেন, মামলার ডকেট না পাওয়ার অজুহাতে দুই বছর ধরে মামলাটির চার্জ গঠন শুনানি নিয়ে বিলম্ব হয়েছে।











