জামালখাঁনস্থ সিপিডিএল হ্যারিটেজে চবি রাজনীতি বিজ্ঞান এসোসিয়েশনের এসোসিয়েশনের বার্ষিক সভা গত ২৬ অক্টোবর সাংসদ মজহারুল হক শাহ চৌধুরীর সৌজন্যে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কর্মকর্তা ভিপি নাজিম উদ্দিন, নুর-উল আরসাদ চৌধুরী সেক্রেটারী ইলেক্ট এ্যাডভোকেট শামীম ও সাধারণ সম্পাদক নাসিমুল গনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










