চবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

চবি প্রতিনিধি

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দু’দিনব্যাপী কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এর আগে আবাসিক হলভিত্তিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ১১ টায় শুরু হয় বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা। যা চলবে আজ পর্যন্ত। চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

এসময় র‌্যাগিংমুক্ত শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে চবি প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় র‌্যাগিংবিরোধী শোভাযাত্রা। উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রায় যোগদান করেন উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, অন্যান্য সহকারী প্রক্টর, ক্রীড়া উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দসহ বিচারকমণ্ডলী ও ফিজিক্যাল সায়েন্স এন্ড স্পোর্টস বিভাগের শিক্ষকগণ।

শপথ বাক্য পাঠের মাধ্যমে প্রতিযোগিতায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার। প্রতিযোগিতার শুরুতেই ছাত্রদের ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে খেলার মূল কার্যক্রম আরম্ভ হয়। এরপর ২০০ মিটার স্প্রিন্ট, চাকতি নিক্ষেপ, উচ্চ লম্ফ, ৪০০ মিটার স্প্রিন্ট যথাক্রমে অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে বিরতি শেষে বাকি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের প্রতিযোগিতায় প্রায় ২০০ ক্রীড়াবিদের অংশগ্রহণে সর্বমোট ২১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। আজ বাকি ইভেন্টগুলোর মধ্যে দিয়ে দু’দিন ব্যাপী বার্ষিক এ প্রতিযোগিতা শেষ হবে।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে নাইট ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধব্যাটিংয়ে মনোযোগ পেসার তাসকিনের