চট্টগ্রাম সিটি করপোরেশন প্রশাসক সমীপে খোলা চিঠি

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৪:০৮ পূর্বাহ্ণ

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রথমে জানাচ্ছি আজ আপনার জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসন খোরশেদ আলম সুজন সাহেব আপনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং কাজগুলো অত্যন্ত প্রশংসনীয়। আমিও আপনার কাজের প্রশংসা করছি। আপনার সবকাজ যে প্রশংসনীয় হতে হবে তা-ও না আবার সকল শ্রেণী পেশার মানুষ সন্তুষ্ট হবে তা-ও না। কিন্তু তাই বলে আপনি বার আওলিয়ার পুণ্য ভূমি চট্টগ্রামের অত্যন্ত পুরাতন একটি মাজার ভেঙে ফেলবেন? আপনার কি একবারও বুক কেঁপে উঠেনি? এটা নতুন মাজার নয়। শত শত বছরের পুরাতন মাজার। আমি মনে করি কাজ করতে গিয়ে ভুল হতে পারে। আপনি চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকা পোর্ট কানেক্টিং রোডের সংস্কারের কথা বলে হযরত সৈয়দ মনসুর আলী (রহঃ) এর মাজার শরীফটা ভেঙে দিচ্ছেন। এটা ঠিক হয়নি। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানি আপনি আল্লাহর অলি আউলিয়ার ভক্ত মানুষ। কিন্তু অলির মাজার ভেঙে অলি আউলিয়ার ভক্ত কিভাবে দাবি করবেন! এটাতো এরকম হয়ে গেলো যে, মা-ভক্ত ছেলে কিন্তু মা’কে ভাত দেয় না।
আপনি সরকারি লাভজনক কোনো পদ পদবী পাননি খোদার কাছে নালিশ দিয়েছিলেন, আমরা আপনার জন্য আফসোস করেছিলাম এবং সহমর্মী ছিলাম। কিন্তু এখন আপনি লাভজনক পদ পেয়ে কাজ করছেন ভালো কথা, তাই বলে সবকাজ ভালো হবে তা-না। আমরা চাই আপনার ৬ মাস স্মরণীয় হয়ে থাকুক। সুতরাং বিনয়ের সাথে বলছি মাজারটি পুনঃনির্মাণ করুন অথবা কবর অন্যত্র সরিয়ে মাজার নির্মাণ করে দিন। আমরা চাই না এটা নিয়ে আপনার বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম করি।
মোহাম্মদ শফিউল আলম , সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম মহানগর উত্তর।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাল চৌধুরী : বলিষ্ঠ সংগীতশিল্পী
পরবর্তী নিবন্ধফেইক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিন