চট্টগ্রাম পোর্ট এজেন্টস্‌ ইউনিয়নের কার্যকরী সংসদের সভা

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন সমাজ এবং দেশের জন্য শ্রম বিক্রি করে যারা উৎপাদন করে তারাই শ্রেষ্ঠ মানুষ। শ্রমকে মূল্যায়ন করাতে না পারলে কোন জাতি বা দেশ সমৃদ্ধ হতে পারে না। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম পোর্ট এজেন্টস্‌ স্টিভিডোরস এন্ড কন্ট্রাক্টরস্‌ এপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী পরিষদের কর্মকর্তাদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংগঠনের সভাপতি ফেরদৌস আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগ মহানগর শাখার সভাপতি বখতিয়ার উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান খান, ডক বন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক চৌধুরী, মো. জামাল উদ্দিন, মো. মেজবাহ উদ্দিন, রশিদ আহমদ, এড. সাজ্জাদুর রহমান বাচ্চু, বিপ্লব মজুমদার, বেলাল হোসেন, মহিউদ্দিন মজুমদার, মো. আব্বাস, মো. নুরুল আলম, মো. শাহজাহান, জেড আর চৌধুরী বাবু, মো. দিদার ও মো. নজরুল। অ্যাড. মো. মাহফুজুর রহমান খান বন্দর শ্রমিকদের অবাস্তবায়িত সুবিধাগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান। শেষে মেয়র মো. নব-নির্বাচিত কার্যকরী সংসদকে শপথ বাক্য পাঠ করান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শনে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
পরবর্তী নিবন্ধজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা