চট্টগ্রামে এবার মাধ্যমিকের বইয়ের চাহিদা দেড় কোটি

নতুন বই আসা শুরু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

শেষ হচ্ছে আরেকটি শিক্ষাবর্ষ। আর ক’দিন পরই নতুন বছর। নতুন বছর মানেই নতুন ক্লাস, আর নতুন বইয়ের উৎসব। নতুন বইয়ের ঘ্রাণে থাকে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। উৎসব আমেজে নতুন বই হাতে পাওয়ার লোভে বছরের প্রথম দিনটির জন্য অপেক্ষায় থাকে সারাদেশের কয়েক কোটি শিক্ষার্থী। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে এরইমাঝে প্রস্তুতি শুরু হয়েছে দেশ জুড়ে। প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামেও নতুন বই আসা শুরু হয়েছে। চট্টগ্রাম জেলায় মাধ্যমিক পর্যায়ে এবার দেড় কোটি (এক কোটি ৫১ লাখের কিছু বেশি) বইয়ের চাহিদা রয়েছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে। তবে ইতোমধ্যে কিছু কিছু বই চলেও এসেছে। এসব বই সরাসরি উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে বলে জানান জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হায়দার হেনরী।
তিনি বলেন, নতুন বইগুলো ছাপাখানা থেকে সরাসরি উপজেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে। উপজেলার স্টোর রুমে এসব বই রাখা হচ্ছে। পরবর্তীতে বইগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, জেলায় এখন পর্যন্ত ঠিক কত সংখ্যক বই পৌঁছেছে তা জানা যায়নি। জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, বইগুলো সরাসরি উপজেলা পর্যায়ে পাঠানো হয়। তাই প্রাপ্ত বইয়ের হিসাবও উপজেলা পর্যায়ে আলাদা। উপজেলাগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহের পর জেলায় মোট প্রাপ্ত বইয়ের সংখ্যা বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচার দিন পর ট্রাক ধর্মধট স্থগিত
পরবর্তী নিবন্ধরোহিঙ্গারা হানাহানি করলে আইনানুগ ব্যবস্থা