ঘাসফুলের বিজ্ঞান মেলা

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:১৩ পূর্বাহ্ণ

ঘাসফুল আউট অফ স্কুল চিলড্রেন প্রোগ্রামের উদ্যোগে গতকাল ১৯ ডিসেম্বর ঝাউতলা ত্রিধারা ক্লাব প্রাঙ্গণে শিক্ষা ব্যুরোর অর্থায়নে ব্র্যাকের সহযোগিতায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় মোট ১৩টি স্কুলের উদ্ভাবনী প্রদর্শনীর মাধ্যমে তেরটি গ্রুপ অংশগ্রহণ করে। ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. জুলফিকার আমিন। বিশেষ অতিথি ছিলেন ঘাসফুলের উপপরিচালক মফিজুর রহমান ও ব্র্যাক প্রতিনিধি আব্দুল আলী। স্বাগত বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম। সভা সঞ্চালনা করেন জোবায়দুর রশীদ। সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর উল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল হাসান, বিভাগীয় সমাজসেবা অফিসের সহকারী পরিচালক শাহিদ নেওয়াজ, নজরুল ইসলাম মজুমদার, মো. ফরিদুর রহমান, মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী, সৈয়দ মামুনূর রশীদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঙলা সম্মিলন প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে মেলবন্ধন তৈরি করেছে
পরবর্তী নিবন্ধফজলুল্লাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ