গ্রামের বাড়িতে মাসুম আজিজের দাফন

| বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা-নাট্যকার ও নির্মাতা মাসুম আজিজ গত সোমবার বেলা ২টা ৪৫ মিনিটে মারা গেছেন। এসময় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার অভিনেতা মাসুম আজিজের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের জনগণ সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তার মরদেহ পাবনায় গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে দাফন করা হয়। খবর বাংলানিউজের।

অভিনেতা পরিচয়ের বাইরে মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। ছাত্রাবস্থায় অভিনয়ে হাতেখড়ি মাসুম আজিজের।

আশির দশকের মাঝামাঝিতে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে বড় দুই সংগীত উৎসবে সুমি
পরবর্তী নিবন্ধমঈনুদ্দিন হোসাইন স্মৃতি একাডেমি কাপ ফুটবলে হাটহাজারী ও বিহঙ্গ সেমিতে