চকরিয়ার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল আজম বাহাদুর (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বদরখালী বাজারের দক্ষিণে ফেরিঘাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে ছুরিকাঘাতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আজম বদরখালী বাজারের দক্ষিণ ফেরিঘাট এলাকার নুরুল ইসলাম বাহাদুরের পুত্র। এদিকে এই হত্যাকাণ্ডের পর স্থানীয় জনতা একজনকে জড়িত সন্দেহে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে। তার নাম মো. ইসহাক প্রকাশ শিল্পী ইসহাক (৩০)। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত থানায় মামলা করা হয়নি। তাই সন্দেহভাজন আটক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ছুরিকাঘাতে নিহত রাসেল আজম বাহাদুরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পেলে মামলা নেওয়া হবে।











