খোলসের আবরণে

শীলা দাশগুপ্তা | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

চারিদিকে সবুজ আর সবুজ। উপরে নীল সাদা আকাশ। কিন্তু রাস্তাটা বড়ো একা।বুকের ভেতরটা হাহাকার করে উঠে, মনে হয় এত সুন্দর নির্মল সৌন্দর্যের মাঝেও কোথায় জানি হাহাকার। শূন্যতা। ঠিক তেমনই আমরা সকলেই বড়ো একা। আমাদের চারিদিকে কত প্রাকৃতিক সৌন্দর্য, কত সাদা মনের মানুষ, কতোনা আদর্শের ফুলঝুরি, কিন্তু ভেতরে ভেতরে যে কী বীভৎস নোংরামি তা কেউই বুঝতে পারে না। সচেতন নাগরিক, প্রগতির ধারক বাহক সব পোশাকি, হিপোক্রেট।
অন্যায় ও অপরাধকে ওরা লালন পালন করে নিজেদের স্বার্থে। নেপথ্যে ক্ষতি করে বৃহৎ স্বার্থকে। নিজেকে সমাজে হোমরা চোমরা, পলিসি মেকার দেখাতে খুব পছন্দ করে । খোলসের আবরণে ঢেকে রাখে নিজেকে। কী করে সম্ভব? কতটা নামলে তবে ওরা থামবে। আর এধরনের লোকগুলোকে পেট্রোনাইজ করে সমাজের প্রগতিশীল নাম ব্যবহার করা নীলনঙা কারীরা। “ধাওয়া, পাল্টা ধাওয়া /নতুন হাওয়া, এই হাওয়াটা, মানেই হলো, একটা সময় —-হারিয়ে যাওয়া। তবুও তাল গাছটা আমার- এটাই চাওয়া”।

পূর্ববর্তী নিবন্ধআমাদের শেকড়
পরবর্তী নিবন্ধজো বাইডেন নয়, ম্যাঁক্রো নয়, মহান আল্লাহতায়ালাই মহাশক্তিধর