খাল-নালা আবর্জনামুক্ত রাখতে চাই সামাজিক আন্দোলন

হিজড়া খালে নবনির্মিত সেতু উদ্বোধনে নওফেল

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

নগরীর খাল-নালা আবর্জনামুক্ত রাখতে সামাজিক আন্দোলন চান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আর একাজে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক প্রবর্তক মোড়ে হিজড়া খালের উপর নবনির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
খবর বিডিনিউজের।
সাংসদ নওফেল দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আসুন সাংগঠনিকভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলি। সিডিএ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু আমরা গৃহস্থালি আবর্জনা যদি আবার এ খালে ফেলি, মুখের মাস্ক, বর্জ্য-ময়লা যদি ফেলি, তাহলে এ কাজ টেকসই হবে না। যত হাজার কোটি টাকাই থাকুক, কর্ণফুলী নদীতে গিয়ে সমস্ত বর্জ্য আবার পড়বে। তাই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আহ্বান, আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ মানুষের অভ্যাস-সামাজিক কার্যকলাপে আপনারাই সব থেকে বেশি প্রভাবিত করতে পারেন।’ খাল-নালা পরিচ্ছন্ন রেখে পানিপ্রবাহ নির্বিঘ্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার উপর জোর দেন নওফেল।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে সমন্বয় দেখতে পাচ্ছেন জানিয়ে নওফেল আশা প্রকাশ করেন- আগামী বর্ষায় পরিস্থিতির উন্নতি হবে। এ প্রকল্পে সমন্বয় সাধিত হওয়ায় সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ সব সেবা সংস্থার প্রধানদের ধন্যবাদ জানান উপমন্ত্রী নওফেল।
শহরের জলাবদ্ধতা নিরসনে সিডিএ’র নেয়া খাল পুনঃখনন, সমপ্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পটিতে ব্যয় হচ্ছে ৫ হাজার ৬১৬ কোটি টাকা। এটি বাস্তবায়ন করছে সেনাবাহিনী। ২০১৭ সালের ১ জুলাই প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৯ সালের মে মাসে প্রবর্তক মোড়ের পুরনো কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু হয়।প্রবর্তক মোড়ের নতুন সেতুটি আগের তুলনায় আট দশমিক ২ ফুট উঁচু করা হয়েছে। প্রশস্ততা সাড়ে চার মিটার থেকে বাড়িয়ে করা হয়েছে সাড়ে ছয় মিটার।
এসেতু নির্মাণে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চারতলা ভবনটিও ভাঙা হয় ২০১৯ সালের আগস্টে। গতকাল বৃহস্পতিবার উদ্বোধন অনুষ্ঠানে সিডিএ’র চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন, প্রকল্প পরিচালক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিডিএ’র বোর্ড সদস্য জসীম উদ্দিন শাহ্‌, কেবিএম শাহাজাহান, এম.আর আজিম, রুমানা নাসরীন রুমু, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্‌,
সিডিএ প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন, অথরাইজড অফিসার মো. হাসান, উপ-প্রকল্প পরিচালক কাজী কাদের নেওয়াজ, সহকারী প্রকৌশলী মুহাম্মদ হামিদুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউদ্বোধনের পরই বন্ধ বিআরটিসি বাস সার্ভিস
পরবর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু