খাগড়াছড়িতে বাসের চাপায় আইয়ুব আলী নামে এক চাঁদের গাড়ি (জীপ) চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবহন শ্রমিকরা শান্তি পরিবহনের কাউন্টারে ভাঙচুর চালায়। এ সময় বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়। এতে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসন পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, গতকাল বুধবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা সড়কে গাড়ি পাস কাটাকে কেন্দ্র করে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহি বাস ও শ্রমিকবাহী একটি চাঁদের গাড়ির চালকের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে উভয়ে মারামারিতে লিপ্ত হয়।
পরে বাসের চাপায় চাঁদের গাড়ির চালক আইয়ুব আলী (২৪) ঘটনাস্থলে মারা যায়। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পলাতক। এদিকে ঘটনার পর জেলা প্রশাসক প্রতাপ চন্দ বিশ্বাস ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ পরিবহন নেতাদের সাথে বসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখান আহ্বান জানান।