ক্যাম্পাসে আমলাতন্ত্র নয়, অভিভাবকতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য শিক্ষাঙ্গনের ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানিয়েছেন চসিক সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান। এসময় সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে অস্থিরতা ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করে সাবেক কেন্দ্রীয় এ ছাত্রনেতা বলেন, আমার সন্তানেরাও উচ্চ শিক্ষার্থে বিভিন্ন শিক্ষাঙ্গনে লেখাপড়া করছে। কিন্তু মাঝে মাঝে শিক্ষাঙ্গনে বিভিন্ন ইস্যুতে যেভাবে অস্থিরতা সৃষ্টি হয় তাতে অন্যান্য অভিভাবকদের মতো তিনি নিজেও উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি বলেন, বিভিন্ন শিক্ষাঙ্গনে যে ব্যবস্থায় ব্যবস্থাপক নিয়োগ হয় সেখানে গিয়ে তারা আমলাতন্ত্র প্রতিষ্ঠা করে। সেখানে অভিভাবকতন্ত্র হারিয়ে যায়। হোস্টেলে সিট বরাদ্দের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানা হয় না। হোস্টেলে খাবারের পরিবেশ হয় অত্যন্ত নিম্নমানের। ক্যাম্পাস ভিত্তিক বিভিন্ন বাণিজ্যের সাথে তারা অহরহ জড়িয়ে পড়ছে। শিক্ষার বণিকতন্ত্র রোধ করতে পারলেই যখন তখন ক্যাম্পাসে ক্ষোভ এবং অস্থিরতা সৃষ্টি বন্ধ হবে। প্রেস বিজ্ঞপ্তি।












