কুমারী পূজা সম্পন্ন আজ মহানবমী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। গতকাল ছিল মহাঅষ্টমী ও কুমারী পূজা। পঞ্জিকানুযায়ী বুধবার সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি বিহিত পূজা প্রশস্তা ও মহা অষ্টমীর ব্রতোবাস শুরু হয়। পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ শেষে বেলা ১২টা ৩১ মিনিট থেকে ১টা ১৯ মিনিটের মধ্যে সল্পিব্দ পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৬ মিনিটের মধ্যে সন্ধিপূজার মধ্য দিয়ে শেষ হয় মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা।
মহাঅষ্টমীতে নগরীর পাথরঘাটায় রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয় কুমারী পূজা। কুমারী পূজার জন্য মাতৃভাবের পবিত্রতার প্রতীক হিসেবে এ বছর কুমারী মায়ের আসনে বসানো হয়েছে ৬ বছর বয়সী প্রীত ধরকে। তিনি সেন্ট স্কলাস্টিকাস স্কুলের কেজি শ্রেণীতে অধ্যয়ন করছেন। সকাল সাড়ে ১০টায় মাতৃরূপে ফুল, চন্দন, বেলপাতা, তুলসী পাতা দিয়ে শুরু হয় পূজার্চনা। পূজা কার্যক্রম পরিচালনা করেন শান্তনেশ্বরী মাতৃমন্দিরের পুরোহিত শ্যামল সাধু মোহন্ত মহারাজ। নগরীর মনোহরখালী সর্বজনীন দুর্গা মন্দিরেও আয়োজন করা হয় কুমারী পূজার। এতে ১০ বছরের কুমারী রাধিকা দাশকে দেবী রূপে পূজা করা হয়। আজ মহানবমী। নবমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা আজ পালন করবেন মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা। তথ্য মতে, রামায়ণ যুগের অবতার রামচন্দ্র লঙ্কা অধিপতি রাবণ বধের পর নবমী তিথীতে দুর্গার পূজা করেছিলেন ১০৮টি নীলপদ্মে। তাই দুর্গোৎসবের মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হবেন দেবী দুর্গা।
আরেকটি সূত্র মতে, আজ নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হবে নবমী বিহিত পূজা। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আরতি দেওয়া হয়। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়।
মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। আগামীকাল শুক্রবার বিজয়া দশমীতে দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হবে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
মহানগর পূজা উদযাপন পরিষদ : মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ আয়োজিত নগরীর প্রধান পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার মহানবমীতে নানা আয়োজন গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে- আজ সকাল ৯টায় মহানবমী বিহিত পূজা, বেলা ১২টায় পুষ্পাঞ্জলি, দুপুর ১টায় করোনামুক্ত বিশ্ব গড়তে সমবেত প্রার্থনা, ২টায় যজ্ঞানুষ্ঠান, ২টা ৩০ মিনিটে জাগরণ পুঁথিপাঠ, সন্ধ্যা ৬টায় সন্ধ্যারতি, সাড়ে ৭টায় আলোচনা সভা। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলকে উপস্থিত থাকার জন্য মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল অনুরোধ জানিয়েছেন।
রামকৃষ্ণ মিশন সেবাশ্রম : চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আগামীকাল শুক্রবার সকালে দশমী পূজার পুষ্পাঞ্জলি প্রদান করা হবে সকাল ৮টা ২০ মিনিটে। তবে মিশনের সিদ্ধান্ত অনুসারে আগত ভক্তদের নিজ অবস্থানে থেকে সেবাশ্রমের অনলাইনের মাধ্যমে পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র উঁচিয়ে রোহিঙ্গা নারীকে অপহরণের চেষ্টা
পরবর্তী নিবন্ধসাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের এপিএস গ্রেপ্তার