কিছু ভাবনা, কিছু অনুভব

শামীম ফাতেমা মুন্নী | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৮:৩১ পূর্বাহ্ণ

বিন্দু থেকে সিন্ধুর জন্ম। তেমনি ভালোলাগা থেকে এক বিন্দু মায়া, বিন্দু বিন্দু মায়া থেকেই বিশাল ভালোবাসার জন্ম! যে ভালোবাসার কোনো রঙবর্ণআকার কিছু নেইশুধুকিছু অনুভূত অনুভব, যা প্রত্যেকের পৃথিবী বদলে দিতে পারে আর ভরিয়ে দিতে পারে উজ্জ্বল স্বর্গীয় আভায়। তবে ভালোবাসার রকমফের আছে বটে।

ভালোবাসা বলতে শুধু প্রেমিকপ্রেমিকার কথাই বোঝায় না কিন্তু, ভালোবাসা হলো মানুষের প্রতি, দেশের প্রতি, স্রষ্টার প্রতিটি সৃষ্টির প্রতি ভালোবাসা! জনকজননীর প্রতি, সন্তানের প্রতি, প্রতিটি অপরূপ সম্পর্কের প্রতি বিধাতা আপনাকে যা দিয়েছেনতাদের প্রতি যে দরদীয়া অনুভব তাইই ভালোবাসা! ভালোবাসুন মন উজাড় করে, আপনার সাধ্যে যতটুকু কুলোয় কিছুর বিনিময় আশা না করেইদেখবেন ভালো আছেন, ভালো থাকবেন! ভালোবাসার জন্যই ভালো থাকাভুলে যাই চলুন দুর্বিষহ অতীত, কিছুই তুচ্ছ না করে নিজের কাজকে, নিজ সৃষ্টিকে ভালোবাসুন। জীবনের পাথুরে বালুচরে দুঃখকষ্টঘৃণাহতাশা কাটাতে বিধাতাই সাহায্য করবেন যদি মনে ভালোবাসার স্বপ্নবীজ বুনে চলি আমরা! মানবতার জয়গানে নিজেকে সামিল করুন।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় পুরাতন জরাজীর্ণ ভবনের সংস্কার করা জরুরি
পরবর্তী নিবন্ধমাকে ভালোবাসি