আঞ্জুমানে আশেকানে মদিনার উদ্যোগে পবিত্র বারবী, গেয়ারবী ও ছয় শরীফ মাহফিল আগামীকাল বৃহস্পতিবার বাদে মাগরিব চকবাজার জয়নগর ২ নং লেইনে শাহ মঞ্জিল বাগদাদিয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হবে। এতে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন বাগদাদিয়া আলিয়া দরবারের পীরে তরিকত শাহ মুহাম্মদ আব্দুল হালিম আল–মাদানী। প্রেস বিজ্ঞপ্তি।












