নিকষ কালো গহীন আঁধারে হাঁটছি আমি
অন্ধকারে হাতরে চলার আলো টুকুও নেই
ঘোর অমাবস্যায়ও কিছু আলো আঁধারিয়া থাকে
তাও নেই.. হঠাৎ প্রশ্ন জাগে মনে
কবর খুঁড়ে বের করা লাশ মেরে, পুড়িয়ে আবারও কি
সেই ছাই ভস্ম বিচারের কাঠগড়ায় দাঁড়াবে?
অন্ধকারের গন্ধ যেন ফিসফিসিয়ে বলে ওঠে
হতেও পারে, এই অন্ধকার যে নিপীড়িতের শাস্তি চায়
চায় শোষিতের বিচার, নিরীহ নিপীড়নের বিচার,
দারিদ্র্যের বিচার, নারীত্বের বিচার!
ধর্মের অন্ধকার যে চির অন্ধকার
যা পৃথিবীর বুকে কালো মানচিত্রের টিকা এঁকেছে…
আমিও চিৎকার করে বলে উঠি, কে…ন?
আমি যে সোনালি রোদ্দুর মেখে লাল সবুজের
ঠিকানা এঁকেছিলাম
কোথায় আমার ঘন লাল রক্তের সেই টিকা?
আগুনের লেলিহান শিখায় পুড়তে পুড়তে
হরিৎ বর্ণের আঙিনা আর
জমাট রক্তের গোলাকৃতির হৃদপিণ্ড
নিকষ কালোয় কুচকুচে মানচিত্র আজ!












