কাবুলের পাকিস্তান দূতাবাসে বন্দুক হামলা, আহত ১

| শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ১০:০৮ পূর্বাহ্ণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে বন্দুক হামলায় এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। শুক্রবার এ হামলা হয়। আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স উবাইদ-উর-রেহমান নিজামানিকে হত্যা করতেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে নিজামানি অক্ষত আছেন। তার কোনও ক্ষতি হয়নি। দূতাবাসে এই হামলায় কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর বিডিনিউজের।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল কাবুলে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কয়েকদিন পরই এ হামলা হল। দুই দেশের সীমান্তে উত্তেজনা নিরসনে কাবুলে বৈঠক করেছিলেন দুই দেশের কর্মকর্তারা।

হামলার ঘটনাটি সম্পর্কে সরাসরি জনেন এমন দুইজন বলেছেন, কাছের একটি ভবন থেকে দূতাবাস প্রাঙ্গণকে নিশানা করে গুলিবর্ষণ করা হয়। কয়জন বন্দুকধারী ছিল এবং তারা ধরা পড়েছে কিনা তা জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধকাভার্ডভ্যান ঢুকে গেল চায়ের দোকানে, পিতা-পুত্রসহ নিহত ৫
পরবর্তী নিবন্ধমদ খেয়ে মাতলামি সীতাকুণ্ডে যুবক আটক