কর্ণফুলীতে বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিএমপির উপ–পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্যরা হলেন, কর্ণফুলী থানার এএসআই (নিরস্ত্র) আব্দুল হালিম, কনস্টেবল আলমগীর হোসেন এবং কনস্টেবল মো. সাইফুদ্দিন।
এর আগে, গত শনিবার রাত দেড়টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি ১১ ভরি স্বর্ণ এবং দুই লাখ টাকা লুট করা হয়।
অভিযোগ উঠেছে, ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থলের মাত্র ১০ ফুট দূরে থাকলেও ধাওয়া দেয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরে গতকাল বৃহস্পতিবার দায়িত্ব অবহেলার কারণে ঘটনাস্থলে ডিউটিতে থাকা তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।











