আমি হতবাক হই। এটা কি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ নাকি সাম্প্রদায়িক বাংলাদেশ? এ দেশ কি আমরা চেয়েছি এ দেশের সাম্প্রতিক ঘটনাগুলি দেখে সুসিল সমাজ লজ্জাবোধ করছে। বর্তমানে এ দেশ চোরাবালিতে ভরপুর, এ চোরাবালি থেকে কিভাবে দেশকে রক্ষা করবে জনগণ তা হয়তো জানে না, তবে ইদানীং যে ঘটনাগুলি কুমিল্লা থেকে শুরু করে কঙবাজার রামু রংপুর এবং দেশের যে কোন প্রান্তে হিন্দুদের উপর নগ্ন হামলার ঘটনা সামনে আসছে তা কতটুকু ভবিষ্যৎ এ দেশের জন্য মঙ্গল ভয়ে আনবে? তা হয়তো জনি না। তবে এ ঘটনাগুলি যে অমঙ্গল বয়ে আনবে তা শতভাগ বলতে পারি। রক্তে মাংসে মানুষ হিসাবে ভিন্ন ধর্মের মানুষেরা আমাদের ভাই, প্রথম মানব আদমের সন্তান হিসাবেও আমরা একে অপরের ভাই, বাংলাদেশি হিসাবেও আমরা একে অপরের ভাই। যুদ্বের সময় কাধে কাধ মিলিয়ে দুঃখকে ভাগ করে পাকিস্তান থেকে স্বাধীনতা ছিনিয়ে আনার সময়ও ছিলাম ভাই। তাহলে এতদিন পরে এসে এত বিবাদ কেন? নিশ্চয় এর ভিতর কোন অশুভ শক্তি কাজ করছে। এ অপশক্তির উৎপত্তি কোথায় তা দ্রুত খুঁজে বের করা সরকারের একান্ত কর্তব্য। আমরা নিজের বিবেককে প্রশ্ন করছি না কেন? কেন আমরা ধর্মকে ব্যবহার করতে চাইছি? আমরা কী করছি, নিজেদের পায়ে নিজেরা কেন কুড়াল মারছি? ধর্মের সম্মান রক্ষার নাম দিয়ে কেন নিজের ধর্মকে ছোট করছি? ধর্ম কি আমাদের শিখিয়াছে অন্যের ধর্মকে আক্রমণ করে আমাকে রক্ষা কর? উওরে, সবাই বলবে না। তবে ধর্ম বলেছে তোমাদের ভালোবাসা দিয়ে ধর্মকে প্রসার কর, রক্তের বদলা রক্ত দিয়ে নয়।