এস এম ইউসুফের মৃত্যুবার্ষিকী আজ

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ১০:৩৬ পূর্বাহ্ণ

আজ রোববার বরেণ্য রাজনীতিক ও স্বাধীনতা সংগ্রামী, আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম জেলা মুজিববাহিনীর (বিএলএফ) অধিনায়ক এস এম ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মূলধারা ’৭১-এর উদ্যোগে আজ বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে শ্রদ্ধাজ্ঞাপন ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দিনের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এস এম ইউসুফের জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে মহানগর, উত্তর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো’র স্মরণসভা
পরবর্তী নিবন্ধরাউজানের গহিরায় সুন্নি সম্মেলন