একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএল

চট্টগ্রাম এবং খুলনা দু’দলেরই মিশন শেষ চারে থাকার

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

বিপিএলের প্রথম রাউন্ডের সব দলেরই ৯টি করে ম্যাচ হয়ে গেছে। একমাত্র ঢাকা খেলে ফেলেছে ১০টি ম্যাচ। এই নয় ম্যাচ শেষে পয়েন্ট তালিকার প্রথম চারটি আসনে আছে যথাক্রমে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পাঁচ নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। যেখানে রংপুর এবং কুমিল্লার পয়েণ্ট সাম ১৪ করে। বরিশাল এবং চট্টগ্রামের পয়েন্ট সমান ১০ করে। আর খুলনার পয়েন্ট ৮। কাজেই নক আউট পর্বেল শেষ দুটি স্থানের জন্য এখন লড়াইটা ত্রিমুখী। যেখানে লড়বে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা। প্রথম রাউন্ডে চট্টগ্রামের বাকি তিনটি ম্যাচ যথাক্রমে রংপুর ঢাকা এবং খুলনার বিপক্ষে। এই তিন ম্যাচ জিতলে নক আউট পর্ব নিশ্চিত হবে চট্টগ্রামের। আর তিনটি ম্যাচই চ্যালেঞ্জার্স খেলবে নিজেদের মাঠে। অপরদিকে বরিশালের তিনটি ম্যাচ যথাক্রমে সিলেট, রংপুর এবং কুমিল্লার বিপক্ষে। খুলনা তাদের বাকি তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের বিপক্ষে।

আজ একই দিনে মাঠে নামবে চট্টগ্রাম এবং খুলনা। যেখানে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্স খেলবে দুর্দান্ত ঢাকার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। ঢাকা এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। কারন ১০ ম্যাচের ৯টিতেই হেরেছে তারা। সন্ধ্যা সাতটায় অপর ম্যাচে চট্টগ্রাম মাঠে নামবে রংপুর রাইডার্সের বিপক্ষে। দু দলের প্রথম দেখায় রংপুর রাইডার্সের কাছে হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কাজেই এই ম্যাচটি চট্টগ্রামের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে হারলে পিছিয়ে যাবে চট্টগ্রাম। নিজেদের মাঠে প্রথম ম্যাচে কুমিল্লার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরে কিছুটা হলেও ব্যাকফুটে চট্টগ্রাম। তাই আজ তাদের ফিরতেই হবে। চট্টগ্রামের মাঠে ভিন্ন এক বিপিএল দেখছে দর্শকরা। প্রথম দিন থেকেই এই মাঠে রানের বন্যা বইয়ে যাচ্ছে। প্রথম দিনেই দুই ইনিংসে দুইশর বেশি রান হয়েছে। তাই আজকের ম্যাচেও রংপুরকে হারাতে হরে চট্টগ্রামের ব্যাটসম্যানদেরকেই দায়িত্বটা নিতে হবে বেশি। অপরদিকে রংপুরও চাইবে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে। নিজেদের তৃতীয় ম্যাচে হারের পর টানা ছয় ম্যাচে জিতেছে রংপুর।

এদিকে খুলনা এবারের বিপিএলে সবচাইতে ভাল শুরু করেছিল। প্রথম চার ম্যাচে টানা জয়ের পর টানা পাঁচ ম্যাচে হেরেছে এনামুল হক বিজয়ের দল। এখন তাদের জন্য নক আউটে যাওয়ার পথটা একটু বেশিই কঠিন। যদিও আজ তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত খর্ব শক্তির দল দুর্দান্ত ঢাকা। দলটির নাম দুর্দান্ত হলেও কাজে একেবারে বিপরীত। কারন দশ ম্যাচের নয়টিতে হেরেছে তারা। পয়েণ্ট তালিকার একেবারে তলানিতে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। তাই অন্তত ঢাকাকে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরবে খুলনা তেমনটি প্রত্যাশা দলটির। শেষ চারের দৌড়ে থাকা তামিম ইকবালের ফরচুন বরিশাল আগামীকাল তাদের দশম ম্যাচটি খেলবে সিলেট সিঙার্সের বিপক্ষে। তৃতীয় স্থানে থাকা তামিমের দল আসনটি আরো পাকা করতে নিশ্চয়ই জয় ছাড়া আর কিছু ভাবছেনা। তাই বলা যায় বিপিএল শেষের দিকে এসে দারুন জমে উঠেছে। বিশেষ শেষ চারটি দলের জন্য লড়ছে পাঁচটি দল। শেষ পর্যন্ত কোন চারটি দল খেলবে নক আউটে সেটা নিশ্চিত হবে আগামী ২৩ ফেব্রুয়ারী মিরপুরে খুলনা টাইগার্স এবং সিলেট সিঙার্সের মধ্যকার ম্যাচ দিয়ে।

পূর্ববর্তী নিবন্ধচবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৫.৫১ কোটি টাকা