এই পতাকা তোমার আমার

ফারুক হাসান | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৮:৩৯ পূর্বাহ্ণ

টুকটুকে লাল পতাকাটা দেশের কথা বলে
এই পতাকার আমার প্রাণের স্বপ্ন হেসে খেলে।
মাগো তোমার ছেলের রক্ত এই পতাকায় মাখা
হাজার যুগের ইতিহাস আছে তাতে লেখা
এই পতাকা তোমার আমার ঠিকানাতো বলে।

এই পতাকার জন্যে এক হয়ে যায় লাখো প্রাণে
রবে-আম্লনে চিরদিন এই পতাকার মান
এই পতাকা মুক্তিযুদ্ধের স্মৃতির কথা বলে ।
এই পতাকা বাঙ্গালিদের প্রাণের ভালোবাসা
এই পতাকা মাগো তোমায় স্নেহের কথা বলে।

পূর্ববর্তী নিবন্ধসাত মার্চ, একাত্তর
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু তুমিই বাংলাদেশ