বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিককুমার ঘটকের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম যৌথভাবে অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এ উদযাপন অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, স্মারক বক্তৃতা, পোস্টার ও গ্রন্থ প্রকাশনা এবং চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটর জার্নাল ডিপ ফোকাস ও বুলেটিন চিত্রপটের ঋত্বিক ঘটক সংখ্যার মোড়ক উন্মোচন।
আগামী ৭ নভেম্বর বিকেল পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম মিলনায়তনে তিনদিন ব্যাপী ঋত্বিক জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন শিশু সংগঠক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এ দিন প্রদর্শিত হবে ঋত্বিক ঘটক নির্মিত মেঘে ঢাকা তারা। ২য় দিন বিকেল পাঁচটায় প্রদর্শন করা হবে তিতাস একটি নদীর নাম। এদিকে ১৪ নভেম্বর বিকাল পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতা। মূল প্রবন্ধ পাঠ করবেন কথাসাহিত্যিক ও অনুবাদক আলম খোরশেদ। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












