ইতালির ফ্যাশন ডিজাইনার আরমানি মারা গেছেন

| শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

ইতালির কিংবদন্তী ফ্যাশন ডিজাইনার জর্জো আরমানি ৯১ বছর বয়সে মারা গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল বৃহস্পতিবার ফ্যাশন প্রতিষ্ঠান আরমানিএক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে। এতে বলা হয়, ‘আরমানি গ্রুপ অত্যন্ত দুঃখের সঙ্গে এর স্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং অক্লান্ত চালিকা শক্তি জর্জো আরমানির মৃত্যু ঘোষণা করছে।’ তিনি বাড়িতেই মারা গেছেন এবং সে সময় প্রিয়জনরা পাশে ছিলেন বলে জানিয়েছে তার ফ্যাশন হাউজ। খবর বিডিনিউজের। বিবিসি জানায়, আরমানির ফ্যাশন প্রতিষ্ঠান বছরে ২০০ কোটির বেশি ইউরো আয় করে। আরমানি তার স্বতন্ত্র শৈলীর জন্য পরিচিত ছিলেন। মার্জিত পোশাক, আধুনিক নকশা এবং উচ্চমানের উপকরণ ব্যবহারের জন্য তিনি পরিচিত।

বিংশ শতাব্দীর শেষের দিকে এবং একবিংশ শতাব্দীর শুরুতে পোশাকে স্বাচ্ছন্দ্য এবং আধুনিকতা প্রবর্তন করেছিলেন আরমানি। ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিভার পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবেও নিজের বুদ্ধিমত্তার সমন্বয় ঘটিয়েছিলেন তিনি। আরমানি ব্রান্ডের ইন্সটাগ্রাম পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, আরমানি তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। কোম্পানির জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। ব্যবসার প্রতিটি দিক তত্ত্বাবধান করতেন নিজ হাতে।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমান ফিরতে চাইলে সহযোগিতা দেবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধহাসিনা-রেহানার দুর্নীতির তিন মামলায় আরও পাঁচ জনের সাক্ষ্য