আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারি ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলা আন্দরকিল্লাস্থ আজিজ উদ্দিন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিনের সঞ্চালনায় ও মুক্তিযোদ্ধা নীল রতন দাশ গুপ্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মো. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, সাংবাদিক আলী আহমেদ শাহিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গীতিকার ফারুক হাসান, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, কানিজ ফাতেমা, লায়ন শেখ সামিদুল হক, ইমতিয়াজ উদ্দিন আহমেদ, মো. শওকত আলী প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












