বাংলাদেশ ও ভারতের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহনবাগানের লড়াই দেখতে উন্মুখ হয়ে হয়ে আছে কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন। আর মাত্র ২৪ ঘন্টা পর অর্থাৎ আজ ১৯ এপ্রিল শুরু হবে আবাহনী ও মোহনবাগানের মধ্যে এএফসি কাপের প্লে-অফের দ্বিতীয় ধাপের ম্যাচটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
প্রথম প্লে-অফে মোহনবাগান ৫-০ গোলে হারিয়েছে শ্রীলংকার ব্লু স্টার ক্লাবকে। বাংলাদেশের দলটি ওয়াকওভার পেয়েছে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে। মঙ্গলবারের লড়াইয়ে যে দল জিতবে তারা উঠে যাবে এএফসি কাপের গ্রুপ পর্বে।গ্রুপ পর্বে খেলা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।