আপিলে টিকে গেলেন কর্ণফুলীর তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচন

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী তিনজনই প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী রয়েছেন। এরা হলেন ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ ও রুনা আকতার।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র সংক্রান্ত আপিল নিষ্পত্তি সভায় উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রয়োজনীয় কাগজপত্র ও যুক্তিতর্ক শেষে ওই তিনজনের বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। নির্বাচনের সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
গত ১০ অক্টোবর কর্ণফুলী উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষে তাদের জমা দেয়া ২৫০ ভোটার তালিকা ও স্বাক্ষরে জটিলতা থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধলিবারেশন ডকফেস্ট চট্টগ্রাম-২০২২ শুরু
পরবর্তী নিবন্ধখালের পাশ ও ড্রামের ভেতর থেকে দুই নারীর লাশ উদ্ধার