চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র আজ শেখ হাসিনার শিকলে বন্দী। দেশের মানুষ ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে হয়। প্রতিবাদ করেন, তাহলে আপনাকে মামলা খেতে হবে, জেলে যেতে হবে, নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে সিএমইউজে হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কর্মী সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত আরো বলেন, আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। এই দেশে মুসলমানের যেমন অধিকার আছে ঠিক তেমনি সকল ধর্মের মানুষের সমান অধিকার। ধর্ম যার যার রাষ্ট্র সকলের। এই সরকার বাংলাদেশকে চরম অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ফ্রন্ট সহ সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে। সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় দিতে হবে।
রাজীব ধর তমালের সভাপতিত্বে ও বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় কর্মী সভায় উদ্বোধক ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাস। বক্তব্য রাখেন ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে, উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মোহাম্মদ আলী, জাহিদুল করিম কচি, অধ্যাপক ঝন্টু বড়ুয়া, বাবু রঞ্জিত বড়ুয়া, নগর মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, সুভাষ চন্দ্র দাস, মিল্টন বৈদ্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সীমান্ত দাস, বাবু পার্থ প্রতিম বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











